চাঁদের সাথে নিত্য আড়ি
মিছে মায়ার টান,
যায় হারিয়ে দিনের আলোয়
দেয়না কারে প্রাণ।


চাঁদনী রাতে আসবে প্রিয়া
কথা ছিলো তাই,
তাহার পায়ের ধ্বনি শুনেই
চাঁদের বালাই নাই।


প্রিয়হারার দুখ ভুলে যাই
তুমি পাশে তাই,
আসলে আঁধার চোখ মেলে চাই
চাঁদের দ্যাখা নাই।


আশার ঘরে নিত্য আঁধার
আড়ি রেখে যাই,
আসলে চন্দ্র এবার তারে
মুখে দিবো ছাই।