অমরা-বতী সে থাক না তোর'ই চাইনা যে তার ভাগ,
নুন ভাতের এই ক্ষীণ দাবী মানতে কেন তুই নারাজ;
বাজার গরম অভাব চরম বোলতে গেলে করিস রাগ,
অমরা-বতী সে থাক না তোর'ই চাইনা যে তার ভাগ,
নিজের বেলায় চাতুর্যতা অন্যের বেলায় খুউব সজাগ,
মনের বদল না করিলে থাকবেনা তোর মাথায় তাজ;
অমরা-বতী সে থাক না তোর'ই চাইনা যে তার ভাগ,
নুন ভাতের এই ক্ষীণ দাবী মানতে কেন তুই নারাজ।