আমি চাইনা তোর ঐ সিংহাসন
চাইনা হতে আমি এম পি কিংবা মন্ত্রী
মখমল খচিত বড় বড় ইমারত চাইনা আমার


দাবী করিনা তোর ঐ রাজভোগ
রসগোল্লা ছানা পায়েস মণ্ডামিঠাই চাইনা আমার
আমরা গরীব খেটে খাওয়া অতি সাধারণ জনগণ
নুন ভাতের অতি নগন্য দাবী আমাদের চিরকালের


একমুঠো ভাত চাই স্বল্প দামে পণ্য চাই
দ্রব্যমূল্য আজ আকাশ ছোঁয়া দ্যাখবার কেউ নেই
আধা কিলো গোস্ত গরীবের স্বপ্নের মতোই অধরা
অবুঝ শিশুর বায়না পিতামাতার প্রাণে বিষ জ্বালা
নদীর ছোট মাছের বাজারও সিন্ডিকেটের কবলে


চাইনা ছুঁতে তোর ঐ স্বপ্নের পৃথিবী
চাইনা আর গাল ভর্তি প্রবঞ্চনার আশ্বাস
তোর ভাণ্ডার তোরই থাকনা বারোমাস  
আমরা শুধু চাই সাধ্যের মধ্যে ক্রয়ক্ষমতা
আমরা শুধু চাই নির্বিঘ্নে সস্তায়
মাটির গন্ধ মাখা পেয়ালা ভর্তি নুন ভাতের স্বাধীনতা