চাইলে কি আর ইচ্ছে মতো
        সুখ পাওয়া যায়,
সুখ যে হলো অতিথি পাখি
    উড়ে আসে উড়ে যায়।।      
  
নদীতে যখন আসে প্লাবন
মানেনা সে কারও বারণ।।
শত চেষ্টা করেও তারে।।
ফিরিয়ে কি রাখা যায়....


চাইলে কি আর ইচ্ছে মতো
        সুখ পাওয়া যায়।


চাঁদ উঠলে আকাশ পানে
নেচে যায় প্রাণ আপন মনে।।
হাত বাড়িয়ে ধরতে গেলে।।
      দূরত্বটা বুঝা যায়....  


চাইলে কি আর ইচ্ছে মতো
        সুখ পাওয়া যায়,
সুখ যে হলো অতিথি পাখি
    উড়ে আসে উড়ে যায়।।