স্বরাজের ধার ধারেনা ওই অসহায়
নাই ঘরে যার অন্ন জোগার,
আমলা মন্ত্রী রাজা তার নাই প্রয়োজন
চাই শুধু তার নিত্য আহার।


কারে মেরে কে হলো যে বড় লাট
ভাবনাতে তার নাই'রে বিচার,
ক্ষুধার জ্বালায় নিত্য পেটে যার পাথর
গদি'র শোভায় মন ভরে তার?


সকাল সন্ধা হয়নি খাওয়া রুটি ভাত
ঘরে শিশু উপবাসি
আঙুল তোলার নাই অধিকার,নিরুপায়
গরীব চাষীর গলায় ফাঁসি।