এক চোখেতে বয় যমুনা আর চোখে যে শ্রাবণ ধারা
তার বিহনে উসাসী প্রাণ রয় যে সদাই পাগলপারা।।


পরাণ জুড়ে হরহামেশা আনাগোনা করে যেই জন
সকাল সন্ধা খুঁজে মরে পায়'না সন্ধান অবুঝ মন।।
চক্ষে আমার আষাঢ় শ্রাবণ তার পরাণে সুখ ফোয়ারা..


তার বিহনে উসাসী প্রাণ রয় যে সদাই পাগলপারা……


বুঝেনা সে অবুঝ প্রাণের দুঃখ বেদন সুখ আহুতি
যায় খেলে সে আপন খেয়াল ধার ধারেনা কারো স্তুতি।।
তাহার আশায় রই বিবাগী পাবো বলে তার আশকারা..


তার বিহনে উসাসী প্রাণ রয় যে সদাই পাগলপারা……


এক চোখেতে বয় যমুনা আর চোখে যে শ্রাবণ ধারা
তার বিহনে উসাসী প্রাণ রয় যে সদাই পাগলপারা।।