চোর নেয়'রে তাহার মাথায় করে এক বোঝা
আসল চোরের প্যাঁচ বুঝা নয়'রে এত সোজা,
ছোট চোরের বিবিধ ভয় প্রাণটা যে তার বাজি
চোখের সামনেই বড় চোর পায়না কেউ খুঁজি।


অন্ধকারে খুদে চোরা ভয়ে মরে সাপ বিছা'র
পড়লে ধরা প্রাণটা যাবেই খেয়ে বেধুম মার,
ভদ্রচোরের মিষ্ট হাসি সমাজে তার উঁচু ঠাঁই
দিন দুপুরেই পুকুরচুরি বলার মতো কেউ নাই।


চোরে চোরে মাসতুতো ভাই এ আবার নতুন কি
বড় চোর খায় আয়েশে পান্তা ভাতের সাথে ঘি,
ছ্যাঁচড়া চোর আর কতদুর এই বাড়ি ঐ বাড়ি
জাতের ভালে দুর্ভোগ আনে কলমে যার চুরি।