শৃগাল কে ভাই সাজাও যতোই শান্তিপ্রিয় হরিণী,
খুঁজবে সুযোগ রক্ত নেশায় দুর্বলের ঘাড় মটকানোর;
মন্দাকিনীর জলে ধুইলেও রয়েই যায় সে মলিন-ই,
শৃগাল কে ভাই সাজাও যতোই শান্তিপ্রিয় হরিণী,
কূটবুদ্ধির চাষ নিখুঁত ভাবেই চালায় দিবস যামিনী,
সুযোগ পেলেই দেয় দেখিয়ে তার আচরণ রয় পশুর;
শৃগাল কে ভাই সাজাও যতোই শান্তিপ্রিয় হরিণী,
খুঁজবে সুযোগ রক্ত নেশায় দুর্বলের ঘাড় মটকানোর।