নিশি জাগি আজো আমি পথ চেয়ে রই,
স্মৃতিগুলি হৃদ মাঝে তোলে শোরগোল;
ভাবি যতো দূরে তত সে যে গেলো কই,
খুঁজি তারে সাধ্য যতো হাতে লয়ে ফুল।


শূন্য নীড়ে একা বসি ভাবি নিশিদিন,
কেন এলে ধরা দিতে যাবে যদি চলি;
জীবনের কাছে আর নেই কোন ঋণ?
পারিনি'ক দলে যেতে প্রেমময় কলি।


যায় যাক ঝরে ফুল শূন্য থাক ডালি,
মালা খানি যদি আর নাই হলো গাঁথা:
ফুল যদি নাই ফোটে তবু আমি মালি,
ভাঙে যদি বুক খানি ভুলে র'ব ব্যথা।


দিন গুনি প্রতিদিন সোনালী সকাল
পূর্ণ হবে স্বপ্ন সাধ জনম একাল।