প্রখর রৌদ্রের উত্তপ্ত প্রকটে
দুখের ঘা গুলি শুকিয়ে মচমচে হয়ে আছে,
দাগ গুলোয় বাহির থেকে দেখলে স্বস্তি আসতেও পারে কারো কারো মনে হয়তো, কিন্তু ভেতরের ঘা  রক্তাক্ত দগদগে টনটনে,তীব্র প্রদাহ কাতর !


অহর্নিশ তীব্র যাতনায়
কাতরিয়ে ক্ষয়ে গেলেও বুঝবে কী কখনো?
সেই সুখী জন? তার'তো হয়নি কদাপি ক্ষত এমন,
যার যায় সেই বুঝে হায়
কী শোকে প্রাণ কাঁদে বেদনায়!