আজি দুঃখের হাট বসেছে
নীলকান্তের মাঠে,
চল আমরা দুঃখ সাজাই
বেদনার ঐ হাটে।

দুঃখ আমার বড়ই নিখাদ
নেই'ক কোথাও ফাঁকি,
দুখের দামেই দুঃখ বিকাই
দেইনা কাউকে বাকী।

কে কে তোমরা দুঃখ কিনবে
এসো আমার কাছে,
আমার দুঃখে নেই হাহাকার
ভয় পেয়োনা পাছে।