আজো বিনিদ্র রজনী জাগি একা নিতি,
ব্যকুল পরানে খুঁজি পাষানের ক্ষিতি;
অশান্ত মননে তাই নাই কোনো স্থিতি,
অন্তর পুড়ে গাঁথি'গো বিরহের গীতি।


সুরে-বেসুরে কাটাই জীবনের বেলা
দুঃখ সুখে নিশিদিন রয়েছি একেলা;
কোন শাপে রুষ্ট ভাগ্য করে যায় খেলা,
পথ খুঁজে পায় না'কো দিশাহীন ভেলা।


কে'গো তুমি ওপারেতে দাঁড়িয়েছো ক্ষণ,
কি সুখে করিবে ওগো বিরহ বরণ;
ভরা জোছনায় যবে লাগিছে গ্রহণ,
অসময়ে এপারেতে ফেলোনা চরণ।


জ্বলি একা পুড়ি একা দুঃখ নেই তাতে,
খুব সাধ হলে এসো শেষের প্রভাতে।