পর কে গর্তে দিয়ে ফেলে আজ যে বড়ই খুশি,
দূর্ভাগা তুই ধুলির ধরার নরক বাসিই হবি;
বিবেক বিচার শিকেয় তোলে অন্ধত্ব যাস পুষি,
পর কে গর্তে দিয়ে ফেলে তুই যে বড়ই খুশি,
মানুষ হয়েও কোন্ পাষাণে নিচ্ছিস রক্ত চুষি,
নষ্ট প্রাণে ক্যামনে ও ভাই অমৃত রস ছুঁ'বি,
পর কে গর্তে দিয়ে ফেলে তুই যে বড়ই খুশি,
দূর্ভাগা তুই ধুলির ধরার নরক বাসিই হবি।