ছুটছে সবাই
শহর কিম্বা গ্রামের মেঠো পথ ধরে
রৌদ্রের খরতাপের তীব্র উত্তাপ সয়ে এগিয়ে চলা
দাঁড়ায় নেই'তো হাতে সময় ব্যস্ততার রথ ছুটে দূরে


তীব্র আকাঙ্খা নিয়ে এখন আর দাঁড়িয়ে থাকা হয়না
শেষ বিকেলের রাস্তার মোড়ে,অথচ বট গাছটা
এখনো যেন কার প্রতীক্ষায় আনমনা


রূপচাঁন হয়েছে গত তবুও তার সেই চায়ের দোকানে এখনো চা কফির কাপে ঝড় তোলে অনেকেই,এখন আর নামা হয়না,বন্ধুরা কেউ আর নেই সেরকম,বদল হয়েছে অনেক,সবাই যে যার মতো বড্ড যান্ত্রিক,এক সিগারেটে শত ঠোঁটের চুম্বনের রেখা এখনও চোখে জ্যান্ত
তবুও নিরুপায়! হায়! ছুটে চলা……


জীবন যেন বাঁধ ভাঙা স্রোতের মতো বিরামহীন
বয়ে চলা এক উপাখ্যান,দুঃখ-বেদনা আনন্দ
উদ্বেল সবই যেন সময়ের স্রোতে যায় ভেসে
বহমান দুরন্ত কালের সাক্ষী হয়ে


এ চলার নেই যে বিরাম……