দূরের মেঘগুলোও খেলছে লুকোচুরি
সূর্য ব্যাটাও যেন পেয়ে গেছে জন্মের স্বাধীনতা
কত জনমের রাগ উগরে দিচ্ছে নিবিড় উৎসবে


পানি নেই কোথাও
খাল বিল নদী নালা শুকিয়ে কাঠ
দহনের তীব্রতা বেড়েই চলছে
কে জানে এ ভোগান্তির দায় কার?


মোল্লা পুরুতে বিধান ব্যস্ততায় একনিষ্ঠ
অশুচ যেন স্পর্শ না করে কোনমতেই, যায় জাত যাক-
অন্য কারোর,আগে বাঁচো নিজে, ধর্ম হবে তবে!


রক্তাক্ত ফিলিস্তিন, ইউক্রেন!
নরখাদক নরের হাসির উন্মাদনায় বাতাসের আর্তনাদ
প্রতিদিন হত্যার শিকার মানবতা নামীয় শব্দটার
ক্ষুধার্ত মানবতার জলশূন্য আঁখির করুণ আহাজারি
কে করবে এর বিচার?


দোষ যত খোঁজা প্রকৃতির বৈরীতার
নিগুঢ়ে ভাবেনা কেউ
হাজারো অনিয়মে খোলেনা আমাদের বিবেকের দ্বার
আমরা কী তবে নই সকল বিপর্যয়ের অংশীদার?