জানি,বেহেস্তে সব পাওয়া যায় নাই'ক অভাব কিছু
তাইতো ঈমান মজবুত রাখতে ছুটে সবে ধর্মের পিছু,
নয়ন জোড়াতে সদা থাকবে পাশে অগুনতি গেলমান
হৃদয়ের তৃযা ভাব ভালোবাসায় পাবে হুরদের সম্মান।

সবাই হবে রাজ্যের রাজা রবেনা আর কোন ব্যবধান
ধনী দরিদ্রের থাকবেনা ভেদ সকলই হবে সমমান,
হজম আর হবেনা করতে চোখ রাঙ্গানো ঘৃন্য ব্যবহার
নিপীড়নের ভয় থাকবেনা মনে,বিধান বড়ই চমৎকার।

চড়াদামে আলু পটল রুই কাতল টেংরা কিবা ইলিশ
অর্থ দিয়ে কিনতে হবেনা আর ফরমালিন মাখা বিষ,
চাইলে তুমি পাইতে পারো বেদেনা জামরুল কিসমিস
সেইখানে ভেদ রইবেনা আর কেবা আমিষ বা নিরামিষ।


তোমার ধরায় দমন পীড়ন ভ্রষ্ট নীতির নষ্ট কারবার
এই ধরায় কান্নার নেই'ক মূল্য সম্ভ্রম হারানো অবলার
পরসম্পদে শকুন দৃষ্টি চলে মহড়া নির্লজ্জতার ফুর্তি      
এইখানে কারুর কর্ণকুহরে পৌঁছেনা,কারো বেদনা আর্তি

পুঁজিবাদের কারসাজিতে কর্তারা সব করে ফিসফিস
তাদের পাহারায় আবার ব্যাস্ত রয় রক্ষাকারী খবিশ।
হিংসা বিষে কত প্রাণ কত সংসার হয় পুড়ে ছারখার
আধ পেটের হাঁড়িও শূণ্য এই বুঝি তোর বেহেস্তী সংসার