আসতেই চায়নি যে শিশুটি ধুলির ধরায়,চাইবেইবা
কেন? কী ছিলনা সেইখানে?
অনুপযুক্ত পৃথ্বীর ভয়াবহতা প্রথমেই হয়তো বুঝতে পেরে গিয়েছিল আগন্তুক শিশুটি…………
তাই কী তার সেই চিৎকার? কে জানে? হবে হয়তো!
বাতাসে বারুদের গন্ধ মাখা,মোটরযানের কালো
ধোঁয়া আর অনিয়মের ইটখোলার নষ্ট বায়ু
ফুসফুসের স্বাধীনতা অবরুদ্ধ করে বসে
রয় প্রাণ নাশের মিছিলে...…
দোষ যত বৈরী প্রকৃতির তাই না !!!
পাখিদের অবাধ সংলাপ আজকাল দেখা যায়না আর নগরীর আনাচে-কানাচে,
পাথর কণা মিশ্রিত উত্তপ্ত ধুলি মাখা বৃক্ষরাজিও যেন
প্রাণহীন নাঙ্গা দেহাবশেষ …......
নয়ন জোড়ানো চিরহরিৎ যেন স্তুপাকৃত অয়োমল!
মুক্তিকামীর এই মিছিলে আবার যোগ দিয়েছে বাক- স্বাধীনতা হরনকারীরা,সাধারণের টুঁটি চেপে কণ্ঠ- রুদ্ধ করে রেখেছে পিচাশ ভয়ার্ত কালো থাবায়.…...
এই পৃথ্বীর প্রত্যাশা নিয়েই কী এসেছিল অপার সম্ভাবনাময় ভবিষ্যৎ!!!