হে চির অমর একু্শে ফেব্রুয়ারি
আমি পাইনি‌‌'ক তোমার পরশ -
দিতে পারিনি এক ফোঁটা রক্ত জলাঞ্জলী,
তবুও গর্বভরে বুক চিতিয়ে বলতে পারি,আমি বাঙালি
হে চির-অমর একুশে ফেব্রুয়ারি।


দুঃখ করিনা,করিনা ক্রন্দন,করি উল্লাস
ভাষার তরে প্রাণ বিসর্জন সেটাই যেন বিলাস,
যোগ্য সন্তান দিয়াছে জন্ম আমার বঙ্গজননী-
তাহারা হয়েছে শহীদ দিয়াছে প্রাণ আমরা এবার ঋণী।
যাহাদের  রক্তে ভাসিল রাজপথ আকাশ হলো ভারী
অবনত মস্তকে আজিকে আমরা তাহাদের স্মরণ করি,
হে চির-অমর একুশে ফেব্রুয়ারি।


মায়ের ভাষা প্রাণের ভাষা বাংলায় কথা বলি
যাহাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন পথে চলি।
শহীদ ভাইদের অবদান বিশ্ব মাঝে রহিবে চির অম্লান
তাহাদের তরে সবাই মিলে গাইছে কতই না স্লোগান,
বিশ্ব সম্মুখে এই একুশকে যারা দিলো আলাদা করি
আজিকে এই একুশকে আমরা তাদেরকেই উৎসর্গ করি।