সম্পর্ক হয় না কভু জাত ভেদ মেনে,
দুরত্ব কমাতে ভাই নিয়ো বুকে টেনে;
চলো সবে ক্রোধ-টাকে দিই কান মলি,
মান অভিমান ভুলে এক সাথে চলি।


অধীন নই তো কারো কেউ নয় মোর,
এসো আনি পৃথিবীতে জ্যোতির্ময় ভোর;
পরের কলুষ থাক তার হৃদয়েতে,
নিজে ভালো করো সদা আনন্দে খুশিতে।


ব্যথিতের পাশে থেকো করো না'কো ছল,
দুর্দিনের ক্ষুদ্র হাত আনে বুকে বল;
মানুষের ভালোবাসা নাই মনে যার,
মানুষ তাহারে কেউ বলে না'কো আর


পরের কল্যাণে যার ঈর্ষা জাগে প্রাণে,
আখেরে ব্যর্থতা তার আপন কল্যাণে।