পেলাম না তোমায় পূর্ণ বর্ষায়
খাঁ খাঁ রোদ্দুরে পর্যুদস্ত প্রায় জীবন মান
শৈশব স্মৃতির মতো তুমিও হারালে
তৃষিত মরুর বুকে তপ্ত বাসনা
আসবে আবার জুড়াতে ধরণীর বুক


এলে তুমি অবশেষে
দিলে সাড়া শরতের বুকে
এতোদিনে বুঝি ভাঙলো তোমার মান
ওগো বৃষ্টি রাণী
পরান খুলে বলোতো আমায়
এতদিন কোথায় ছিলে?হয়নি কী একটুখানি দুখ?