আজি এ ভরা ফাগুন বেলায় ভাবি বসি নিরালায়
সুখের স্বপ্ন জাগায়ে প্রাণে হারালে কোন অজানায়,
            কত ফুল ফুটে কত পাখি গায়
           দুঃখ সুখের স্মৃতি হৃদয়ে উছলায়,
ফিরে ফিরে আসে ফাগুন তুমি ফিরে এলেনা হায়।


কোকিলের মধুময় সুরে আকুল হৃদয় রয়না ঘরে
এমন দিনে কাছে এসে তুমি বসেছিলে হাতটি ধরে,
             কাজল আঁখি যুগল সজল করে
             বলেছিলে প্রিয় অতি যতন করে,
তোমার প্রেমের সুগন্ধি গোলাব সে শুধু আমার তরে।


বলেছিলে ওগো প্রিয়তম ভুলে কভু যেওনা আমায়
সেই তুমি আজ হারালে কোথায় জড়ায়ে মিছে মায়ায়
              আজো বসে রই পথ পানে সই
              খুঁজি নিশি-দিন তুমি আছ কই,
ফিরে ফিরে আসে ফাগুন তুমি ফিরে এলেনা হায়।