মন কি সুখের লাগি বাঁধে এ ঘর বালুচরে আসিয়া,
সে ঘর আমার নিলো যে হায় জোয়ারে ভাসাইয়া।।


এপার ওপার কোন পারে যে হায়
সুখের নাগাল খুঁজে না পাই।।
মাঝিবিহীন নৌকার মতো এ ঘাট ও ঘাটে-
মরি শুধু ঘুরিয়া……


সে ঘর আমার নিলো যে হায় জোয়ারে ভাসাইয়া....


ওরে ও বিধি এই কী ছিল ভাগ্য লিখা
সুখের কী আর পাবোনা দেখা।।


ভাবি মনে ঘর বাঁধিব আজ কোন কাননে
জলে ভাসা পদ্ম হয়ে-
মরি শুধু ঘুরিয়া……


সে ঘর আমার নিলো যে হায় জোয়ারে ভাসাইয়া
মন কি সুখের লাগি বাঁধে এ ঘর বালুচরে আসিয়া।