কৃষ্ণরাতের ঘোর আঁধারে ক্যামনে বাঁচবি পথ ভোলা,
দুর্বলেরে দেয় কী ধরা চাঁদ-সিতারা দূর আকাশ;
ভাগ্য গড়তে যার নাইরে ত্যাগ তার তরে রয় দুখ তোলা
কৃষ্ণরাতের ঘোর আঁধারে ক্যামনে বাঁচবি পথ ভোলা,
তোর সে মুরোদ আছে জানা ভয় পাস দেখে আরশোলা,
দিনের গুড়ো বাজলে কানে মুখখানা তোর হয় ফ্যাকাস;
কৃষ্ণরাতের ঘোর আঁধারে ক্যামনে বাঁচবি পথ ভোলা,
দুর্বলেরে দেয় কী ধরা চাঁদ-সিতারা দূর আকাশ।