কেউবা মদ বেচে খায় কিনে দুধ
কেউ আবার দুধ বেচে খায় মদ,
দুনিয়ায় এই আজব রঙ্গ খেলা
বুঝে না বুঝে উঠতেই যায় বেলা।

যে মুখে ফুটে সদা আশার বাণী
দিন শেষে হয় তা হতাশার গ্লানি,
ভালো মন্দ সদা মিলে একাকার
মিথ্যার হয় জয় সত্য খায় মার।

বৈষম্য বৃদ্ধির মূল কারণ যেথা
রাষ্ট্র সমাজ সেথায় দেয়না মাথা,
শোষণ নীতির চলছে সদা রাজ
নিপিড়ীতের পড়ছে মাথায় বাজ।

গোলকধাঁধার চক্করে বেসামাল
খাঁটি মেকি বুঝা দায় আজকাল,
সাধু শয়তান আজ হয়ে আঁতাত
খেলছে নিয়ে সাধারণের বরাত।