আগুন আগুন চারদিক আগুন
চলছে সর্বগ্রাসীর লেলিহান লালসার তাণ্ডব
কুলির পেটে আগুন চাষীর মর্মজ্বালা
সার কীটনাশকের বাজারেও আগুনের তীব্রতা


চোখ ক্ষয়ে যায় স্বল্প উপার্জনীর
দ্রব্যমূল্য চরমে
দুর্ভোগ সাধারণে
সকলই বেড়ে হয় দ্বিগুণ বা তারও বেশী
শুধু একই রয়ে যায় সাধারণের উপার্জন


সাধ্যের বাহিরে ক্রয়ক্ষমতা
বেড়েই চলছে লাগামহীন
কতদিন হয়নি খাওয়া ডিম ওয়ালা টেংরা মাছের ঝোল
বাতাই মাছের চর্চরী
কিংবা ফুলকো লুচি
বোলতে বোলতে চোখে আসে জল ঐ নিবারণ কাকার


সিন্ডিকেট সর্বস্তরে
সাধারণ যেনো পরিণত হয়েছে উৎকৃষ্ট বানিজ্যিক পণ্যে
কারো জীবনে বয় চৈত্রেও সুখের রাজ
ওদেরই সুখ সাগরে তরঙ্গায়িত গরীবের সর্বনাশ