কোনদিন সেই সময়
আসবে না জানি আর
মুখোমুখি বসিবার
নয়নে রাখিয়া নয়ন
দুঃখ ক্লেশ ভুলিবার
জীবন নদী পারাবার।


হারিয়েছি সবই যা
নয়'ক কভু হারাবার,
ছেড়েছি দাবী,যার-
অধিকার একান্ত আমার।
বেদনার তীব্র দহনে
দাহ্য দগ্ধ হৃদয় ক্ষত,
সুখ সরোবরে বহে
বেদনার নহর অবিরত।


জলাঞ্জলি সকলই হায়
প্রতীক্ষিত শত কামনার,
নিমগ্নতা সকলই অসার
চির প্রতারিত আত্মার
নূতন করে আজ আর-
নেই'ত কিছু হারাবার!


বঞ্চিত,ব্যথিত তপ্ত হৃদে
খঞ্জর চালিয়ে বারবার,
সুখ পিয়াসি চিরকাল
উল্লাসে মত্ত চিত্ত বাহার।
পীড়িত প্রাণে নিরাশার হৃদে
আর নেই'ত কিছু প্রত্যাশার,
হারিয়েছি সবই,নূতন করে
নেই'তো আর কিছু হারাবার।