নয়ন দ্যাখেনা নয়নে'রে হায় হৃদয় দ্যাখেনা কভু হৃদয়
কোন সে অচিন ডাকে ইশারায় অন্তর তলে হয় উদয়,
অনন্ত তৃষা বক্ষের পরে তীব্র দহন তৃষিত মন
দেখি নাই যারে চক্ষুর পরে দিবানিশি তারে খুঁজে নয়ন।


দৃষ্টি গোচর হইনা তাহার কোন সে আড়াল তাঁর বসত
তাঁর কাছে যাই এমন ধারার পাই'রে কোথায় সরল পথ
তরিতে আমায় পথের দিশারি কাণ্ডারি কোন হাত বাড়াও
কে আছ সফল প্রাণ চঞ্চল তাহার দুয়ারে আমায় নাও।


দেখিয়া তাহারে জুড়াই নয়ন জনমের সাধ পরাণ জুড়ে,
একটি নজর দেখিবার চাই তাহারে নৈরাশ করনা মোরে।