হিম কুহেলির তীব্র ভীতি
হওনা ঘরের বার,
লেপ কম্বলে মাথা মুড়ে
জীবন করো পার।


ভাবনা এবার ভাবতে হবে
নাইকো যাদের ঘর,
জীবনের এই কঠিন দিনে
ক্যামনে করো পর।


নেমে এসো প্রাসাদ ছেড়ে
দ্যাখো ধরার পর,
লাখো হাজার বৃদ্ধা শিশু
কাঁপে যে থরথর।


হাত'টি বাড়াও ওদের পানে
করো কিছু দান,
দানে সম্পদ কমে না ভাই
বাড়বে তোমার মান।