সোনার বাংলায় ফলবে সোনা
এই আশাতেই বীজ বোনা,
সেই দেশেতে অবাদে ভাই
করছে সবে যাচ্ছে তাই।
কোথায় গেলে ভাই শহীদান
যারা দেশের তরে দিয়ে গেলে প্রান-
ত্যাজোদ্বীপ্ত কণ্ঠে জেগে ওঠ,
জেগে উঠ আর একবার
বলিষ্ঠ কণ্ঠে ডাক দিয়ে যাও
স্বাধীনতা রক্ষা করার।
হায়'রে মানবতার কবি নজরুল
দেখ চেয়ে ভাঙ্গিল জাতীর কূল
তুমি বিদ্রোহী হয়েও নীরব
থাকিবে আর কত কাল,
উঠে এসো এই মর্তের মাটিতে
গাহিতে সাম্যের জয়গান
ধর কলম শক্ত হাতে
জাগাও বাঙালির প্রাণ।