যে প্রেম যায় ঝরিয়ে সদা আঁখি জল
সখী কোন ছলনায় রোধি তারে বল?
বিরহ জ্বলে সদাই গহীন অতল
অমৃত ভাবি গ্রহণ করেছি গরল।


বিষাদ জ্বালায় কাঁদে হৃদয় সরল
অন্দরে দগ্ধ দহন বাহিরে তরল,
অন্তরেতে বহে বারি আঁখি ছলছল
প্রতিক্ষীত কামনারা ফুরালো সকল।


ব্যাকুল প্রাণের যত আকুতি আকুল
কী হর্ষে আনি বিষাদ, সকলি ভণ্ডুল
কী পাষাণে নিলে ছাড়ি শাড়ির আঁচল?
মরু বুকে বৃথা আশা ছায়া সুশীতল।


ভাবেনি হৃদ হয়েছে কভু অসফল
বেদন তার বৃথা যে,করে হীন ছল।