.     বাঁচি মরি নাই'রে খেয়াল
       ভাসি ডুবি অথই পাথার,
     হৃদয় মাঝে উথাল-পাতাল
     পাইনা খুঁজে প্রিয় আকার।


     কোন সাধনে পাই বল ঠাঁই
       ঐ চরণের হবো দাসী,
    ব্যকুল প্রাণে যাই কেঁদে যাই
      গাঁথা মালা হয় যে বাসি।


     দাও না দ্যাখা পাড়ের সখা
      পার তরণীর হও কাণ্ডারি,
     বেঘোর আঁধার চক্ষের পরে
      স্মরণ রাখি নাম তোমারি।


    পাইলে ও ধন চাইনা যে আর
      এই দুনিয়ার রাজ প্রাসাদ,
     দিবস রাতি তার তরে-ই চাই
      একটুখানি প্রেমের আস্বাদ।