নির্লজ্জতার সীমা করছিস পার তুই হয়না তবু হুঁশ,
বর্বরতার খোশমেজাজে কাটবে কী দিন জীবন ভর;
নির্যাতিতের বেদন দেখে তোর দিলেতে বেজায় খোশ,
নির্লজ্জতার সীমা করছিস পার তুই হয়না তবু হুঁশ,
পার কি পাবি এই জনতা করবে যেদিন তোকে ফোঁস,
বুঝবি সেদিন জনরোষে ভাঙবে যেদিন পাপের ঘর;
নির্লজ্জতার সীমা করছিস পার তুই হয়না তবু হুঁশ,
বর্বরতার খোশমেজাজে কাটবে কী দিন জীবন ভর।