জাগো ওরে জাগো বিশ্ববাসী
নূতন সুরে বাঁজিছে বাঁশি,
নব সুরের উঠেছে মাতম
জাগো যত অর্ধ চেতন।


ভিটে মাটি স্বজন হারা
মানবতার দ্বারে নাড়ছে কড়া,
উঠরে জেগে উঠরে বিভোর
রাখ্ ফেলে আয়েশী সুরা।


কে বলে ওরা মুসলিম-
হিন্দু,অথবা অন্য হয়
সবার উর্ধ্বে ওরাও মানুষ
এটাই ওদের বড় পরিচয়।


বিশ্ব মানবতা হায় ভূলুন্ঠিত
কেন সবে আজ কুন্ঠিত?
সংখ্যালঘু যবে হয় নির্যাতিত
তাতে যায়না কারো জাত।


অন্ধকার সব নিল গ্রাসী  
কারও মুখে নেই'ক হাসি,  
আয়রে ওরে আয় দুঃসাহসী
আকাশ ফেড়ে আনি পূর্ণশশী।