ছুঁয় না ঐ নর্দমার জল
নোংরা লাগার ভয়,
নর্দমাতেই হাবুডুবু
সাধুর পরিচয়।


দেহের ভেতর লোলুপতার
গঙ্গা ধারা বয়,
অমৃত রস কামার্ত মন
শুদ্ধি কারে কয়।


বললে বলে ভিষণ ক্ষ্যাপা
জাতের মাথা খায়,
জাতে জাতে হয় পিরিতি
তাতে কী জাত যায়?