বিভ্রান্ত পথিকের ন্যায় ছুটি দিগ্বিদিক
জীবনের বাঁকে বাঁকে খুঁজে ফিরি অন্তমিল
হৃদয়ের অলিগলি মহাশূন্য ফাঁকা বিস্তীর্ণ আঁধার
ছন্দহীনতার ধুম্রজালে পরিব্যপ্ত প্রতিটা চরণ
বেদনার ধুম্রবর্ণ যত সবই আজ ম্রিয়মাণ
অক্ষরগুলি কুঁকড়ে কুঁকড়ে কাঁদে বিষন্নতায়
দ্ব্যর্থহীন মননে আজো পারিনি গুছিয়ে বোলতে
যে কথাটি আজো তোমায় হয়নি কখনও বলা