এখন আর হইনা অবাক
চেনা মুখগুলোর অচেনা আচরণ
বিব্রত হলেও মেনেই নিয়েছি আজকাল
যায় মুছে যাক স্মৃতিময় সকাল সন্ধা রাত


একে একে দ্যাখেছি কত বিকৃত চাওনি
কত আপন ছুঁড়েছে অগ্নিবাণ
ব্যথার বৃক্ষের গোড়ায় ঢেলেছে জল অবিরত
কারও কাছেই হয়তো নেই আর জীবনের ঋণ


মনের ঘরে দিয়েছি দোর
যাক সরে সবই দূর
অমৃতের মোহও আর আকৃষ্ট করেনা আমায়
হয়তো ফুরিয়ে এলো নির্বিঘ্নে হেঁটে চলার ক্ষণ


নিস্তব্ধ রজনীর খোলা বাতায়ন পাশে
একাকী নিশি জাগি
কলমের আঁচড়ে ভরি খাতার পাতা
মিলাই হিসাব সকলের রয়েছে সকলই ঠিকঠাক
শুধুই শূন্য রয়ে গেলো আমারই জীবন খাতা