তুমি জানতেও চাইলেনা কভু কোনদিন
কার বিরহে যায় ঝরে আমার আঁখি জল।।


চাঁদের সাথে হয়'গো কথা মনের মাধুরি দিয়া,
পারবনা ধরিতে তারে জানে এই বিরহী হিয়া।।
তবুও কি হরিষে বাঁধে বুক কোন নতুন আশায়
কি সুখে জ্বলে অনুক্ষণ জ্বালিয়ে বিরহ অনল……


কার বিরহে যায় ঝরে আমার আঁখি জল ……


বাগিচার ফুল ধুলায় লুটালে কার কি আসে যায়
নদীর স্রোত বহে সদা থাকেনা কারো অপেক্ষায়।।
দারুণ তৃষা এই বুকে আমার পেলাম শুধুই ছল
নয়ন জলে ধুয়ে গেল আমার নয়নের কাজল…


কার বিরহে যায় ঝরে আমার আঁখি জল
তুমি জানতেও চাইলেনা কভু কোনদিন
কার বিরহে যায় ঝরে আমার আঁখি জল।