যদি কোন একদিন
শত বাঁধার পাহাড় ডিঙিয়ে ঝর্ণা ধারায় এসো
ভাসবো দুজন হিল্লোলে হিল্লোলে হারাবো অজানায়
সুর লহরির ভাঁজে ভাঁজে স্বপ্ন এঁকে যাবো অসীমের


যদি কোন একদিন ভোরের দরজায় দাঁড়াও এসে
রক্তকরবী দেবো খোঁপায় গুঁজে গলায় বেলীর মালা
প্রথম আকাশের টুকটুকে রঙে আলতা পরাবো পায়


যদি কোন একদিন
অভিমান ভুলে হাতটি বাড়াও
ভুলে যাব অজস্র রজনীর হাহাকারের তীব্রতা
পেছনে পড়ে থাক ঐশ্বর্য ধরণীর
শুধু মুখোমুখি বসি স্বপ্ন আঁকতে চাই আর একটি নিশির