নয় সে কবি জানে সবাই
হঠাৎ স্বপ্ন লিখার,
ছন্দ মাত্রা নাই জ্ঞান তাই
আশ্রয় কবির পাতার।


চুরিটা বেশ জানে ভালোই
করছে রপ্ত সবি,
অন্যের লিখা নকল করেই
চায় যে সাজতে কবি।


চুরি করে হয় কী জ্ঞানী
সাজুক যতই কবি,
বলবে তারে কালের সবাই
কাব্য চোরা কবি।