মৃত্যুও যেনো মুখ ফিরিয়ে নিয়েছে
আরও দুঃখ দেখবে বলে,
রোগে শোকে কাতর ভগ্ন শরীরে
বিষাদ বারি হৃদয় পলে।


ক্ষয়ে যাওয়া টুকরো টুকরো মননে
উঠে বাজি সুর ঝংকারি,
রামধনু আজ উঁকি দেবে আকাশে
ঘন মেঘের বক্ষ ফাঁড়ি।


আসবে সুদিন ভাবনা জাগায় অন্তহীন
পীড়িতের মন বাঁচার আশে,
অবুঝ হৃদয় স্বপ্ন ভাসায় দূর আকাশ
দুঃখ উড়ায় এক নিঃশ্বাসে।


পুড়ছে শরীর দহন জ্বলা অন্দরে
আশার বুকে হতাশার ফাঁদ,
কুঁড়ে কুঁড়ে খায় দেহ মন নিভৃতে
নিঃসঙ্গতায় কাঁদ আরো কাঁদ।