ওরে অন্ধ ওরে বধির       কত আর থাকবিরে স্থির,
মানবতা ডুকরে কাঁদে    ঘুমিয়ে তুই চাস হতে বীর।


   উঠরে জেগে দেখ'রে চেয়ে মানবতা হচ্ছে লুপাট,
   শাবল মেরে ভাঙরে তোর অন্ধ মনের বন্ধ কপাট।


ফিলিস্তিনি,য়্যুক্রেনি বলে         করছিস ওদের পর
নির্বিচারে চলছে হত্যা যজ্ঞ       নেই প্রতিবাদী ঝড়।


  কি অপরাধ দুধের শিশুর, তাকেও বলি হতে হয়,
  কেউবা আবার মৃত মায়ের স্তনে মুখ লাগিয়ে রয়।


নারী যে সম্মান ধরণীর        সে যে জাতিরই হোক,
বিশ্ব ব্যাপি লাঞ্ছিত নারীরা     পড়েনা কারও চোখ।


বিশ্ব বিবেক চোখ বুজে রয়,মিছেই ক্ষমতার বড়াই করে
সভ্যতার কথা বলে আসলে ওরা,অপরাধীর পূজাই করে