তৃষ্ণায় যায় বুক ফেটে
কাঁদে চাতক নদী তটে,
কত জল আছে তাতে
তৃষ্ণা তাহার নাহি মিটে।
মেঘ গুড় গুড় বৃষ্টি দূর
কি আশে রয় তিয়াসে,
তৃষিত প্রাণ বিরহবিধুর
বৃষ্টি ধোয়া জল বাতাসে।