প্রাণ পাপিয়া কয় ডাকিয়া
তোমার আহ্বান
তোমার তরে আজো আমার
কাঁদে'গো পরান।।

এই কী ছিল তোমার মনে
ভুলে আছ কোন পরানে।।
তোমার কথা মনে হইলে
জলে ভরে দু'নয়ান।

তোমার তরে আজো আমার
কাঁদে'গো পরান।

আঁখি সদা ছলছল কত আর কাঁদাবে বল
কী এমন সাধ মিটে তোমার ঝরিয়ে আঁখি জল।।

তোমায় খোঁজে যাই কাননে
যেথায় মিলন হয় দুইজনে।।
কোন কুঞ্জে আছ দাওনা বলে
করোনা হয়রান।

তোমার তরে আজো আমার
কাঁদে'গো পরান।

প্রাণ পাপিয়া কয় ডাকিয়া
তোমার আহ্বান
তোমার তরে আজো আমার
কাঁদে'গো পরান।