কাজলা মেয়ের কাজল আঁখি
কেড়ে নিলো এ অন্তর,
কাজলা অক্ষির সায়র তটেই
বাঁধতে চায় এ মন বাসর।


অহর্নিশ ঐ আঁখির মায়ায়
অন্তর পুড়ে হয়'রে খাক,
ও লোচন সই দ্যাখার লাগি
নিত্য দাঁড়াই পথের বাঁক।


তার আঁখিতে পড়লে এ চোখ
যায়'গো খুলে মনের ঘোর,
বাঁকা চোখের নিটোল আহ্বান
খুললো আজি বন্ধ দোর।