কালের বিবর্তন ঘটাল অঘটন
সমুদ্র জোয়ার বেশে আসি
গ্রাসিল আমার প্রিয়ারে
করিল আমায় কাঙাল
খুুঁজিব আর কোথায়
বাকী'তো রাখিনাই
তারি লাগি আজো
সদা হৃদ উচাটন
হায়'রে বিবর্তন!!!


কালের বিবর্তন ঘটাল অঘটন
তছনছ করিলো মোর  ভুবন
ভাসিয়ে নিলো যে হায় সবি
যাহা ছিলো আমার পুঁজি
কিছুই রাখিলোনা বাকী
করিল মোরে সর্বহারা
নির্মমতার জোয়ারে
সহেনা এ জ্বালাতন
হায়'রে বিবর্তন!!!