নিহারে আবৃত নিশি ধরিত্রী শীতার্ত,
কাঁপিছে গতর হিমে জবুথবু প্রাণ;
ঘরের বাহিরে যেতে হৃদয় ভয়ার্ত,
পৌষের শেষের চাপে হৃদ কম্পমান।


বসিছে এ রাতে যেন পেঁজা মেঘ মেলা,
কুহেলিকা নাম তার প্রকৃতির প্রিয়া;
আকাশের বুকে উড়ে কুয়াশার ভেলা,
কাঁপে শীতে তবু তারে চায় এই হিয়া।


জনালার ফাঁক দিয়ে আসে কুহেলিকা,
গায়ে এসে জেঁকে বসে ভাঙে সৌখিনতা;
নাকে মুখে কাঁথা দিয়ে থাকা বিভীষিকা,
তবুও না এলে শীত রয় অপূর্ণতা।


শীত শীত করে আর হই না'ক ভীতু,
পৌষ মাঘ চিরকাল রয় না'কো থিতু।