পাথরের বুকে ফোটাতে এলে ফুল
কে গো তুমি দরদিয়া।।

সেই'তো ছিলাম ভালো ছিলাম একেলা
দিলে প্রেম দিলে গান আরও কত মায়া।।
যতই দেখি তারে সাধ যে আর মিটেনা-
মরেছি গো মরেছি তারে মন দিয়া।

কে গো তুমি দরদিয়া।
পাথরের বুকে ফোটাতে এলে ফুল-
কে গো তুমি দরদিয়া।

পেয়েছিনু যতবার তারে হারাই তারও বেশী
যখনই কাঁদায় সে তখনই বলে ভালোবাসি।।
এত ছল তার বুঝি কেমনে বল-
ঝরে আঁখি জল কাঁদে আমার হিয়া।

কে গো তুমি দরদিয়া।
পাথরের বুকে ফোটাতে এলে ফুল
কে গো তুমি দরদিয়া।