কে যাও ভাই  মরুর দেশ মক্কা মদিনায়,
পৌঁছে দিও আমার দরুদ নবী মোস্তফায়।
আমরা যারা উদ্দাম,অধম আর নির্বোধ,
আপন রিপুকে কভু করিতে পারিনি রোধ।
আপন মোহে দ্রোহে প্রমত্ত হৃদ সদা কামনায়,
করিনি ইবাদত ভুলেছি ইবলিসের কুমন্ত্রণায়।
পাপীতাপী ক্ষীণ প্রাণ চাই আজ পরিত্রাণ,
গাফ্ফার নামের অসিলায় ক্ষমিও মেহেরবান।
দয়ার করুণা সিন্ধু প্রভু আমার, তুমি রহমান,
অধমের আকুতি শুধু তোমার কৃপা অফুরান।
কে যাও ঐ মক্কায় আমার হয়ে বলো প্রভুরে,
নষ্ট ভ্রষ্ট চিত্ত ব্যকুল আজি মুক্তির হাহাকারে।
গরীব দুখী সাধ্য নাই যায় ঐ সোনার মদিনায়
আমার সালাম পৌঁছে দিও নবীজীর রওজায়।