লোকালয়ে যায় না ঘেঁষা
লোকে মন্দ কয়,
আসলে নিশি কাম পিয়াসির
আসল পরিচয়।


নিষিদ্ধ তাই ছুঁয় না আলোয়
যায় যদি তার জাত,
নামলে আঁধার চুপিসারে
সেথায় কাটায় রাত।


আপন আলয় ফিরে সে জন
সমাজ পতিই রয়,
লোক বিচারে সেই বিচারক
পতিতা'ই কয়।


যাদের ছুঁয়ায় হয় পতিতা
তাদের-ই ঠাঁই হয়,
সমাজ শুধু সভ্য লোকের
পতিতাদের নয়।


কেউ কী আমায় বোলবে ওগো
দোষ কী কারোর নয়?
একলা একলা ও সাধু ভাই
পতিতা কী হয়?


ওদের ও ভাই রয় অধিকার
চায় সুস্থ জীবন,
একটুখানি সুযোগ পেলেই
গড়বে রে বন্ধন।


সেই যদি ভাই হয় পতিতা
কেউ যাবে না বাদ,
বুকের পাটা থাকলে বলো
কাটাও নি কী রাত?


তুমি যদি এই সমাজেই
থাকতে ও ভাই পাও,
ঐ নারীদের ফিরতে পথে
একটু সুযোগ দাও।


কে দেয় গালি কয় পতিতা
শুধাই তারে ভাই,
কার লাগি আজ পতিতা সে
জানতে আমি চাই।