জানি এ পথের স্মৃতি রবেনা মনে
হৃদয় গহীনে হারাবে হয়তো সবই
যাবে ভুলে এই পথ-চলা একদিন,
বেলা শেষে ঘরে ফেরার পথে-
অবুঝের এ খেলা ভাঙবে যখন।


কত সুরের কত পাখি
নিত্য আসি সকাল সাঁঝে
করছে আঙ্গিনায় ডাকাডাকি।
দোয়েল শ্যামার মধুর নৃত্যে,
আকুল চক্ষুদ্বয় নাচে ছন্দে।
সেই নয়নে হায় শ্রাবণধারা-
আসে,সন্ধ্যা নামে যখন।


গভীর থেকে হয়'গো গভীর রাতি
আকাশ দেশে জ্বলছে তারার বাতি।
তারার মেলায় পরান দোলায়
প্রিয় হারাবার দুঃখ ভুলায়,
চন্দ্রটা যখন ঠিক মাথার উপর
ভাবছি একা বসে,বসত তাদের-
এক আকাশে তবুও কত দূরে?


হিসেব কষে দেখি বসে
সব হারানোর অবশেষে
কেউ কারও নয়'ত আপন,
আপনারে লয়ে সদা মত্ত -
সবে,ব্যাস্ততা সবার সর্বক্ষণ।